• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    ফুলগাজীতে ফেনসিডিল উদ্ধার গ্রেপ্তার ১

      প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২১ , ৮:৩২:৪৪ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার। ফুলগাজীতে ২৫ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম জাহিদুল ইসলাম রিন্টু (২১)। সে উপজেলার আনন্দ পুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মন্তলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশ তাঁর দেহ তল্লাশি করে ২৫ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার করে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মঈন উদ্দীন ২৫ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, সে একজন মাদক ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে সে ফেনসিডিল গুলো বিক্রির উদ্দেশ্যে ফেনীতে নিয়ে যাচ্ছিলেন। এর আগেও তাঁর বিরুদ্ধে ফেনী থানায় একটি মাদক মামলা রয়েছে।

    আরও খবর

    Sponsered content