প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২১ , ৫:৫৫:৫৩ অনলাইন সংস্করণ
এম নয়ন তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি। ভোলার তজুমদ্দিন উপজেলা মৎস্যজীবী লীগ কর্তৃক আয়োজিত,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন উপলক্ষে তজুমদ্দিন উপজেলা মৎস্যজীবী লীগের কেক কাটা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়েছে।
দ্বীপবন্ধু মৎস্যজীবী পরিষদ ক্লাবে,মৎস্যজীবী লীগের সভাপতি সিরাজুল ইসলাম র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এর সঞ্চালনায় দোয়া ও মিলাদ এবং কেক কাটার আয়োজন করেন, এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।