• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    কুলিয়ারচরে ৪৪ পিস ইয়াবা নগদ টাকা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

      প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২১ , ৫:৩৯:৪৩ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ ২৮ হাজার টাকা সহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। জানাযায়, ৪ ডিসেম্বর ভোর বেলায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তুফার দিক নির্দেশনায় এস.আই মোঃ ফখরুল হাসান ফারুকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর বাজার সংলগ্ন জৈনক মস্তু মিয়ার বাড়ীতে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রীর নগদ ২৮ হাজার টাকা সহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর হাড়িয়াকান্দা গ্রামের তাজুল ইসলামের পুত্র মোঃ রাসেল মিয়া, তার দখল হইতে ২০ পিস ইয়াবা, একই ইউনিয়নের বড়চর গ্রামের মোঃ মুর্শিদ মিয়ার পুত্র মোঃ উজ্জল মিয়ার তার দখল হইতে ৯ পিস ইয়াবা এবং বাজিতপুর উপজেলার সরারচর বাল্লা গ্রামের মোঃ মজনু মিয়ার পুত্র মোঃ উজ্জল মিয়া তার দখল হইতে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মুর্শিদ মিয়ার পুত্র মোঃ উজ্জল মিয়ার নিকট হইতে মাদক বিক্রীর নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কুলিয়ারচর থানার এস.আই মোঃ ফখরুল হাসান ফারুক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ধারায় কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনা প্রসঙ্গে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তুফা বলেন, মাদক নির্মূলে এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content