প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২১ , ৮:৫০:২৮ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর ইসহাকপুরে বন্দুক যুদ্ধের ঘটনার আসামী মমিন(৩০)কে সিলেট মহানগরী থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এএসআই শিবলু মজুমদার এর নেতৃত্বে একদল পুলিশ সিলেট মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামে বন্দুক যুদ্ধের ঘটনার আসামী ইসহাকপুর (পশ্চিম পাড়া) গ্রাম নিবাসী মৃত মোঃ কনা মিয়ার ছেলে মোঃ মমিন (৩০) কে গ্রেপ্তার করেন। তাকে আজ ৩ রা ডিসেম্বর রোজ শুক্রবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই শিবলু মজুমদার বলেন, ইসহাকপুর এর সংঘর্ষের ঘটনার আসামী মমিন মিয়া(৩০)কে সিলেট মহানগরীর থেকে গ্রেপ্তার করে আজ ৩ রা ডিসেম্বর সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রা নিবাসী মোঃ বদরুল ইসলাম ও যুক্তরাজ্য প্রবাসী উস্তার গনির লোকজন এর মধ্যে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। সাম্প্রতিক সময়ে স্থানীয় ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় এর উন্নয়ন কমিটি ও ভূমি নিয়ে বিরোধ বাঁধে। এরই জের ধরে আজ ১লা ডিসেম্বর রোজ বুধবার সন্ধ্যায় এই দু’পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে ২৫ জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুলিবিদ্ধ আব্দুস সামাদ(৩৯), আয়েশা বেগম (২৮), আমিরুন নেছা(৫০) ও আলেয়া(৪০) সহ মোট ১৯ জন গুলিবিদ্ধ সহ ৪০ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যান্য আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।