• আইন আদালত/সাজা

    পৃর্ব শত্রুতার জেরে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষ কে হয়রানির অভিযোগ

      প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২১ , ১২:১১:৫৮ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার: মঠবাড়ীয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিগত ২৮/০১/২০২১ইং তাং মোসাঃছালেহা বেগম(৯০) স্বামী মৃতঃফেরেস্তালী আকন,বাদী হয়ে একটি ধান কাটা মামলা দায়ের করেন। এই মামলায়(৬) ছয়জন কে আসামী করা হয় ও (৬) ছয়জন কে সাক্ষী করা হয়।কিন্তু এই মামলার ৬নং আসামী রহিম মিয়া(৩৫) পিতা-ইউসুব। বাদি ও সাক্ষিদের এবং বাদির বাড়ি থেকে প্রায় (৩০) কিঃমিঃ দূরত্বে অবস্থিত উল্লেখিত ৬নং আসামী আমাদের জানায় সে এই মামলার সাথে সে জরিত নেই। তাকে ষরযন্ত ভাবে এই মামলার আসামী করা হয়েছে।তার কথার ভিত্তিতে আমরা আগ্রযাত্রার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট এর সদস্যরা এই মামলার স্বাক্ষী ও বাদির বাড়ীতে গেলে জানা যায় (১-৫)নং আসামীদের কে চেনেন এবং তারা সবাই তাদের এই মামলার সাথে সরাসরি সম্পৃক্ত কিন্তু এই মামলার ৬ নং আসামী রহিম মিয়াকে তারা চিনেন না এবং এই আসমী কে তারা কোনদিন দেখেও নাই।ত্রুাইম ইনভেস্টকিশন ইউনিটের সদস্যরা এই মামলার বাদীর কাছে এই মামলার ৬ নং আসামীর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আসামী রহিম মিয়াকে সে চেনেন না সে মামলার সাথে সে জরিত ছিলনা। বদী আরো জানায় আমার বাড়ি থেকে তার বাড়ি প্রায় ৩০ কিঃমি দুরত্ব তাহলে আমি তাকে চিনবো কিভাবে।সুতরাং এখানে কোন পৃর্ব শত্রতার রয়েছে। যার কারণে রহিম মিয়া কে অন্যায় ভাবে আসামী করা হয়েছে। অন্যদিকে আসামী রহিম মিয়া আমাদের কে জানায় এই মামলার বাদী ও স্বাক্ষীগন আমাকে চেনেনা আথচ আমি মামলার আসামী হই কিভাবে। তনি আরো বলেন এই মামলার উকিল সহকারী মহুরি জসিম হাং এর সাথে আমাদের পূর্ব শত্রুতা রয়েছে যার কারণেতিনি বিভিন্ন সময় মিথ্যে মামলা দিয়ে আমাদেরকে আন্যয় ভাবে হয়রানি করে থাকে।

    আরও খবর

    Sponsered content