• রাজনীতি

    নয়া পল্টনে গোলাম রব্বানীকে গ্রেফতারঃ নাছির চৌধুরী সহ দিরাই বিএনপির তীব্র নিন্দা

      প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২১ , ৯:৫০:৫৭ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ ঢাকার রাজপথে বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে নিবেদিত প্রান,বিএনপির যুগ্ম-মহাসচিব হাবীন উন নবী সোহেল এর বিশ্বস্থ জিয়ার আদর্শের সূর্য সৈনিক,দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক’ ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ দিরাই উপজেলার সাবেক সদস্য সচিব গোলাম রব্বানী তালুকদার কে বিএনপির নয়া পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে ২৩’ নভেম্বর রাত ১১’ ঘটিকায় গ্রেফতার এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
    তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দাতারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,
    দিরাই শাল্লার সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী,দিরাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, পৌর বিএনপির সভাপতি হাজি আহমদ মিয়া,(ভাঃ প্রাঃ) সাধারণ সম্পাদক সাব্বির মিয়া,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,দিরাই উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক,সাবেক সাধারণ সম্পাদক ফারুক সর্দার,সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সজিব রশিদ চৌধুরী,জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাইদুল হোসন চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি লিমন মিয়া,
    নুর মিয়া,সোনা মিয়া,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান,সোহেল সর্দার,দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব মিয়া,
    ১ম যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম বাবুল,যুগ্ম-আহবায়ক সুজন চৌধুরী,বদরুজ্জামান বদরুল,আব্দুল হাফিজ,আবু সাঈদ তালুকদার,দিরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গুলজার চৌধুরী,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম,সাবেক সহ-সভাপতি রুবেল চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম-আহবায়ক কবির সর্দার,যুগ্ম-আহবায়ক তোফায়েল আহমদ ডিপজল,ফয়সল আহমদ, উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান চৌধুরী,পৌর ছাত্রদলের আহবায়ক এস এম সায়েম,সদস্য সচিব মাহফুজ আহমেদ,দিদার রহমান প্রমুখ।
    বিবৃতিতে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য জোর দাবী জানান এবং স্বেচ্ছাসেবক দলনেতা গোলাম রব্বানী তালুকদার কে অবৈধভাবে গ্রেফতার এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান।

    আরও খবর

    Sponsered content