প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২১ , ৭:৫৫:৪৫ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুলঃ দিরাই উপজেলার জগদল ইউনিয়ন এর নগদিপুর বাজারে তৃনমুলের উন্নয়ন নিয়ে এলাকাবাসীর সাথে সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লার) সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের নির্বাহী সভাপতি ড.সামছুল হক চৌধুরীর মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে আব্দুল হালিম এর পরিচালনায় ও মাওলানা মিজানুর রহমান এর কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট মুরব্বি আব্দুল খালিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুফতি মুজাক্ষির চৌধুরী, এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুল করিম লন্ডনি, আনোয়ার চৌধুরী, জগদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির মিয়া, সাবেক চেয়ারম্যান, আব্দুস সালাম, নুরুল হক আরো বক্তব্য রাখেন এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
ডক্টর সামছুল হক চৌধুরীর প্রচেষ্টায় শীঘ্রই কাজ শুরু হচ্ছে ধীতপুর ভায়া কামরিবীজ পর্যন্ত সাব-মার্জিবল রাস্তার কাজঃ এলাকাবাসীর ধন্যবাদ ও কৃতজ্ঞতাঃ
জনপ্রতিনিধি না হয়েও এলাকা ও জনগনের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লার) আসনের এই কৃতি সন্তান ডক্টর মো. সামছুল হক চৌধুরী।
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নে বহুল প্রতিক্ষিত সাব-মার্জিবল রাস্তা হচ্ছে ধীত পুর থেকে বড় নগদীপুর, পুকিডর, দৌলত পুর ভায়া কামরিবীজ পর্যন্ত।
ভাটির জনপদে যোগাযোগ ব্যবস্হার উন্নয়নে ও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ডক্টর মো: সামছুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এবং যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সভাপতি।
মতবিনিময় সভায় প্রদত্ত তথ্যসূত্রে জানা যায়
ডক্টর সামছুল হক চৌধুরী মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়ের শরণাপন্ন হয়ে গত ১০ই জানুয়ারী ২০১৯ ইং তারিখে জরুরী ভিত্তিতে এই রাস্তার কাজ করার জন্য একটি ডিও লেটার নিয়ে আসেন।
তারপর থেকে তিনি সংশ্লিষ্ট দপ্তরের দৌড়ঝাঁপ করে কাজ দ্রুত বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রাখেন। পরবর্তীতে জেলা এবং উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল ডিপার্টমেন্ট (এলজিইডি) এই রাস্তাটিকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রকল্পের অন্তর্ভুক্তি করেন। এই কাজটি ইতিমধ্যে টেন্ডার হয়ে বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। সাধারন মানুষ থেকে নিয়ে স্কুল ও কলেজের ছাত্র/ছাত্রীদের সহজে যাতায়াত করতে সুবিধাসহ অত্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্হার উন্নয়ন সাধিত হবে।
ডক্টর সামছুল চৌধুরী, সুনামগঞ্জ-২, আসনে গত দুই টার্মে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ পদের জন্য মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি কিন্তু তিনি শেখ হাসিনার নির্দেশকে মেনে নিয়ে নির্বাচন থেকে সড়ে দাড়ান।
তিনি পারিবারিকভাবেই স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। তাই ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে মুজিব আদর্শের পথে তিনির যাত্রা শুরু।
অতীতে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ১/১১ থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের লড়াকু সৈনিক হিসেবে অধ্যাবধী দেশে ও প্রবাসে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্টায় কাজ করে যাচ্ছেন।
ছাত্রজীবনের পর থেকে পারিবারিক প্রয়োজনে দেশের বাহিরে অবস্থান করলেও সেখানে থেকেও তার রাজনৈতিক তৎপরতা থেমে থাকেনি। এলাকার মানুষের উন্নয়নে বিভিন্ন সড়ক নিমার্ণসহ স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দিরের উন্নয়নে কাজ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কর্মকান্ডে ছাত্রজীবন থেকে দীর্ঘ প্রায় ৩৪ বৎসর যাবৎ আওয়ামী রাজনীতি ও বিভিন্ন আর্থ-সামাজিক সংগঠনের সাথে অতপ্রোতভাবে জড়িত থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
আগামীতে দিরাই-শাল্লাবাসীকে সাথে নিয়ে বর্তমান সরকারের গ্রামকে আধুনিক নগর সুবিধা প্রদানে দুই উপজেলার প্রতিটি গ্রামকে হবে শহরে রুপান্তরিত করার জন্য কাজ করে যাবেন। এছাড়া কৃষি নির্ভর এই দুই উপজেলার কৃষকদের আধুনিক কৃষকে তৈরী এবং প্রযুক্তির ব্যবহার ও কৃষককে প্রযুক্তিবান্ধব করার পরিকল্পনাকে এই বিনিয়োগের আওতায় আনার জন্য মহাপরিকল্পনাও রয়েছে জনাব ডক্টর সামছুল হক চৌধুরীর।