প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২১ , ১২:৩৭:২৫ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঠাকুরগাঁওয়ে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার দুপুরে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের নিকট এ স্মারকলিপি গুলি হস্তান্তর করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখা আয়োজিত এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এবং বিএনপি’র মহাসচীব মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমীন, সহ সভাপতি ওবায়দুল্লাহgg মাসুদ, আল মামুন আলম, আবু তাহের দুলাল সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কর্মসূচীতে অংশ নেন ফোরামের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আ্যাড. সৈয়দ আলম, সাধারন সম্পাদক আ্যাড. এনতাজুল হক সহ ফোরামের অন্যান্য সদস্যরা। স্মারকলিপিতে জানানো হয়, বিএনপির চেয়ারপার্সনকে মিথ্যা মামলা দিয়ে কারাদন্ড দিয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে এবং এর ফলে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সরকার এর দায় এড়াতে পারবে না।