• সিলেট

    কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান সম্পন্ন

      প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০১৯ , ১:০৬:২৮ অনলাইন সংস্করণ

    আবুল হাসনাত (সিলেট) কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট পৌর শহরে অবস্থিত কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশনা ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সোমবার (২৩ ডিসেম্বর) জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিনে’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খায়রুল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক আজিজুল হক বাবর, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়েল প্রধান শিক্ষক রাজিব দাস ঝলক ও স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মনির আহমদ, আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুহেব আহমদ, জামাল উদ্দিন, শাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, আশরাফুল আম্বিয়া রুমেল, সুমন চন্দ্র প্রমূখ।
    এর আগে পবিত্র কোরআন থেকে তেলওয়াত পাঠ করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

    আরও খবর

    Sponsered content