প্রতিনিধি ২১ নভেম্বর ২০২১ , ১১:০৪:৩৫ অনলাইন সংস্করণ
মোঃবদরুজ্জামানবদরুলঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ ফিমেল একাডেমি দিরাই (BFA)’র উদ্যোগে “প্রাকৃতিক দুর্যোগে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫ ঘটিকায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিল চৌধুরীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মনন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ নাছিম (এনডিসি)। যুগ্ম সচিব এবিএম সফিকুল হায়দার, আইএমইডি পরিচালক পুলক কান্তি বড়ুয়া, সুনামগঞ্জে জেলা ত্রাণ কর্মকর্তা সফিকুল ইসলাম, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকার সহকারী প্রকৌশলী জাকির হোসেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, ফিমেল একাডেমির প্রিন্সিপাল নাজমা বেগম, দিরাই উপজেলা জাসদ নেতা আমিনুল ইসলাম আমিন ও শরীফ উদ্দিন প্রমূখ।