প্রতিনিধি ২০ নভেম্বর ২০২১ , ৫:২২:৪২ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। নেত্রকোণা কেন্দুয়ায় বিভিন্ন ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের জন্য ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে কম্বল তুলে দেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে এবং মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে শনিবার (২০ নভেম্বর) বিকাল ৩টায় কেন্দুয়া উপজেলা পরিষদ হল রুমে আনুষ্ঠানিক ভাবে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনউদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঞার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- নেত্রকোণা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা প্রমুখ। এ সময় কেন্দুয়া উপজেলার পৌর সভা সহ সকল ইউনিয়নের সভাপতি – সম্পাদক সহ সুধীজন, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।