• নির্বাচন

    কলকলিয়া ইউপি নির্বাচনে চেয়াম্যান প্রার্থী মোঃ রফিক মিয়ার গণসংযোগ

      প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২১ , ১:৪৫:৫৯ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

    সমাগত ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রফিক মিয়া অবিরাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এবং তাঁর সমর্থনে পৃথক ভাবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    আর মাত্র কয়েক দিন বাকী। চলতি সনের ২৩ শে ডিসেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজ সেবক, শিক্ষানুরাগী কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব মোঃ তেরাব আলী সাহেবের ছেলে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ রফিক মিয়া কর্মী- সমর্থকদের সাথে নিয়ে আজ ১৯ শে নভেম্বর রোজ শুক্রবার নিজ নির্বাচনী এলাকার তেলিকোনা, শ্রীধরপাশা ও জগদীশপুর ল গ্রাম সহ বিভিন্ন পয়েন্ট ও বাজার এলাকায় গণসংযোগ করছেন। জনসাধারণ এর সাথে কোশল বিনিময় করেছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও ভালবাসা চাওয়ার পাশাপাশি ভোট প্রার্থনা করছেন।
    গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন, আব্দুল হক, আবুল হোসেন, এম সাদিকুর রহমান নান্নু , মোঃ নূরুল মিয়া, জহিরুল ইসলাম লেবু, রোকন আহমদ , ছুনু মিয়া,বাহার মিয়া ও কামরুল হাসান লিটন সহ অর্ধশতাধিক কর্মী সমর্থক।
    এদিকে চেয়ারম্যান পদপ্রার্থী প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজ সেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ রফিক মিয়ার সমর্থনে অত্র ইউনিয়ন এর কালিটেকী গ্রামবাসীর আয়োজনে ১৮ ই নভেম্বর রোজ বৃহস্পতিবার দিবাগত রাত ৮ ঘটিকার সময় গ্রাম নিবাসী প্রহলাদ দেবনাথ এর বাড়ীর আঙ্গিনায় প্রহলাদ দেবনাথ এর সভাপতিত্বে ও এম সাদিকুর রহমান নান্নুর পরিচালনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    উক্ত বৈঠকে বক্তব্য রাখেন আসন্ন ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রফিক মিয়া, কলকলিয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ হারুন মিয়া, যুবনেতা মোঃ জহিরুল ইসলাম লেবু, স্পেন প্রবাসী মোঃ আলী আসকর, অমরচান দেবনাথ, কাজল দেবনাথ, নারায়ণ দেবনাথ, বৃজেশ দেবনাথ ও প্রণব দেবনাথ প্রমূখ।
    এসময় উপস্থিত ছিলেন তুতা মিয়া, আব্দুল হক,আবুল হোসেন,আল কবির, ললিত দেবনাথ , বলও দেবনাথ,কারিন্দ্র দেবনাথ ,প্রফুল্ল দেবনাথ , বনও দেবনাথ ,জিতেন্দ্র দেবনাথ , রামানন্দ দেবনাথ ,ধনীক দেবনাথ ,রিপন দেবনাথ ,সুমন্ত দেবনাথ , সুজন দেবনাথ ,রাখাল দেবনাথ ,সন্তোষ দেবনাথ , অপু দেবনাথ ,তপু দেবনাথ ,রমেশ দেবনাথ ,জয়দীপ দেবনাথ , রঞ্জিত দেবনাথ ,রতিন্দ্র দেবনাথ ,অনিল দেবনাথ ,সুভাষ দেবনাথ ,সুনীল দেবনাথ ,পরিতোষ দেবনাথ , সুরেন্দ্র দেবনাথ , বিষ্ণু দেবনাথ ,গঙ্গা দেবনাথ ,বিধান দেবনাথ ,প্রদীপ দেবনাথ , রাজন দেবনাথ ,দীপক দেবনাথ ,বিধু দেবনাথ ,বরদা দেবনাথ সহ কালিটেকী গ্রামের মুরব্বীয়ান ও যুবক বৃন্দ।
    বৈঠকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রফিক মিয়াকে সমর্থন করার পাশাপাশি বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
    এছাড়াও অবিনাশ বৈদ্য এর সভাপতিত্বে মেঘলাল বৈদ্যের বাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    এসময় উপস্থিত, সুজীত বৈদ্য,রাধা বৈদ্য ,গোপেন্দ্র বৈধ্য, জুয়েল, ধীরু বৈদ্য ,রুপক বৈদ্য ,পবিত্র বৈদ্য, নারায়ণ বৈদ্য , জয়ন্ত বৈদ্য, কার্তিক বৈদ্য, শ্রীমত বৈদ্য,সতীন্দ্র বৈদ্য, পিন্টু বৈদ্য, বীরেন্দ্র বৈদ্য, কপেশ বৈদ্য জাহাঙ্গীর, লিটন,জয় বৈদ্য,সৌরভ বৈদ্য প্রমূখ।

    আরও খবর

    Sponsered content