প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২১ , ৫:৩৮:৫১ অনলাইন সংস্করণ
শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ার গাঁও সদরে অবস্থিত উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী শাল্লা ইউনিয়নের কান্দিগাঁওয়ের বাসিন্দা ভূমিহীন দিনমজুর হানিফ মিয়ার পুত্র অফিস সহায়ক মোহন মিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন (মাত্র ৪ বছরের চাকুরী জীবনে কোটি টাকার উপরে জায়গায় জমি ও প্রায় অর্ধ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স) সহ অবৈধভাবে জাল সনদ সৃজন করে ৮ম শ্রেণি পাশের সার্টিফিকেট দিয়ে চাকুরী গ্রহণ, বেপরোয়া কথাবার্তা ও রূঢ় আচরণ এবং ঘুষ বানিজ্য সহ কাজ করতে আসা সেবা প্রার্থীদের হয়রানির অভিযোগে এনে বিগত ০৭ নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখে শাল্লা ইউনিয়নের কান্দিগাঁওয়ের বাসিন্দা মোঃ আব্দুল মালেকের পুত্র মোঃ সোহেল আহমেদ জেলা সাব-রেজিস্ট্রার সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফরে অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে গত ০৯ নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখে সুনামগঞ্জ জেলা সাব-রেজিস্ট্রার (স্মারক নং-/০২১/১৩৮৭) উপর্যুক্ত বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য শাল্লা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসার (খন্ডকালীন) মোঃ আব্দুল বাতেনকে নির্দেশ প্রদান করেন। জেলা সাব-রেজিস্ট্রার এর নির্দেশ ক্রমে গত ১৫ নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখে শাল্লা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসার বিষয়টি তদন্তের জন্য অভিযুক্ত মোহন মিয়াকে আগামী ২২ নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখে সকাল ১০ ঘটিকার সময় জরুরী ভিত্তিতে অফিসে উপস্থিত থেকে জবাব দেওয়ার জন্য নোটিশ জারি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছেন মোহন মিয়া জাল সনদে চাকুরী নিয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়ে অফিসকে কুক্ষিগত করে রাখতে পরের বছরই আপন বোন স্বপ্না আক্তারকে কপিষ্ট পোস্টে চাকুরী পাইয়ে দিয়ে এখন তার আপন ভাই সাগর মিয়াকে শাল্লা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসার আব্দুল বাতেন এর মাধ্যমে নৈশপ্রহরী কাম পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োগ দিতে পায়তারা করছে বলে গোপন সূত্রে জানতে পেরেছি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন যিনি তদন্ত করবেন উনার অধিনেই মোহন মিয়া চাকুরী করছে, এমতাবস্থায় নিরপেক্ষতার ব্যাপারে প্রশ্ন থেকেই যাচ্ছে তারপরও আমরা আশাবাদী সত্য উদ্ঘাটন হবেই এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবেন।