• জাতীয়

    ১১ বছরের নিষ্পাপ কন্যাকে নির্মমভাবে জবাই করে হত্যা

      প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০১৯ , ৯:১০:০৪ অনলাইন সংস্করণ

    দেলোয়ার হোছাইন (কক্সবাজার)
    প্রতিনিধি:- কক্সবাজার রামু উপজেলার অন্তরগত খুনিয়া পালং বাসিন্দা গত (১৭ ডিসেম্বর) এক নির্মম ভাবে ১১ বছরের শিশু কন্যাকে জবাই করে হত্যার ঘঠনা ঘঠে।
    শিশু কন্যা হত্যা হওয়ার পেছনে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হক এলাকাবাসীর দাবি।
    নিষ্পাপ শিশু কন্যা মুরশিদা আক্তার ময়ূরীর নামাজে জানাজায় হাজারো মানুষের ঢল এসেছে। তার প্রতিবেশিরা বলেন বোন আমাদের ক্ষমা করে দিছ।
    মুরশিদা আক্তারের স্কুল শিক্ষক বলেন খুনিকে আইনের আওতায় আনা হক এবং তাকে কঠোর সাজা দেওয়া হক।

    আরও খবর

    Sponsered content