প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২১ , ১২:৪৪:৫৩ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটেপুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প-২য় পর্যায়ে এর আওতায় সুনামগঞ্জে দিনব্যাপী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটেপুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প-২য় পর্যায়ে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সিলেট কর্তৃক সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটেপুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প-২য় পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক শিখা চক্রবর্তীর সভাপতিত্বে ও ধর্মীয় ও আর্থ ট্রেনিং কার্যক্রমের ুজনিয়র কনসালটেন্ট নির্মল কুমারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান,সাবেক অধ্যক্ষ ও সুনামগঞ্জ ষোলঘরস্থ শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সভাপতি পরিমল কান্তি দে,জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. ফরিদুল ইসলাম, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারন সম্পাদক যোগেশ^র দাস,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়,মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম সুনামগঞ্জ অঞ্চলের সহকারী প্রকল্প পরিচালক রবীন আচার্য্য,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান কান্তি রায়,সাধারন সম্পাদক বিমল বণিক,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এড. বিশ^জিৎ চক্রবর্তী,পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ,পুরোহিত অমিত চক্রবর্তী,পুরোহিত প্রশিক্ষক সুবিল চক্রবর্তী চন্দন,জগন্নাথ জিউর আখড়া কমিটির সাধারন সম্পাদক বিজয় তালুকদার বিজুসহ প্রমুখ। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন,সংবিধানে এই দেশে প্রতিটি ধর্মের মানুষের সম-অধিকারের কথা বলা হয়েছে। তাই প্রতিটি ধর্মের মানুষ নিরাপদে নির্বিঘেœ তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন সেই লক্ষ্যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িকতার চেতনার বাংলাদেশ বির্নিমাণে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন প্রতিটি ধর্মের যারা মাওলানা কিংবা পুরোহিতগন আছেন তারা স্ব স্ব ধর্মের মানুষজনকে ধর্মীয় রীতি নীতি অনুসরণে তাদের দক্ষতা বাড়ানোর কোন বিকল্প নেই। তবে কোন ধর্মেরা মানুষ যেন কারো ধর্মের প্রতি বিষেধাগার না করে কটাক্ষ না করেন সেদিকে খেয়াল রাখতে উপস্থিত সকলকে আহবান জানান। আরো ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এমন নেতিবাচক কর্মকান্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।