প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২১ , ৪:৩৬:৩৩ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুলঃ চতুর্থ দফায় ইউপি নির্বাচনে সুনামগঞ্জের দিরাই উপজেলার ১নং রফিনগর ইউনিয়নের নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর ২০২১ ইং তারিখে অনুষ্ঠিত হবে।
১নং রফিনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা চষে বেড়াচ্ছেন মাঠঘাট, পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে উপজেলা, জেলা ও কেন্দ্রে দৌড়ঝাপ করছেন যে যার মতো করে।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রফিনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি, তরুণ সমাজ সেবক, সৎ, সাহসী, দক্ষ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্ব মোঃ মাহবুবুল আলম সোহেল।
মাঠের প্রচার প্রচারণা ও লবিংয়ে তিনি আর উনার শুভাকাঙ্ক্ষীরা থেমে নেই।
রফিনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নানান গুরুজনদের সাথে পরামর্শ, সম্ভাব্য প্রার্থী হিসেবে মতবিনিময় সব মিলিয়ে জনগণের পাশে থেকে খুবই ব্যস্ত সময় পার করছেন তিনি।
ইতিমধ্যেই দিরাই উপজেলা আ’লীগের অফিস থেকে মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন তিনি।
এ প্রতিনিধির সাথে আলাপ কালে তরুণ রাজনীতিবিদ সোহেল বলেন
নিজস্ব ব্যবসার পাশাপাশি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মতিউর রহমান স্যারের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ও দেশ রত্ন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস রেখে রাজনীতি করে যাচ্ছি।
সমাজিক বিভিন্ন কাজে সাধ্যানুযায়ী সম্পৃক্ত হয়ে জনকল্যাণে কাজ করছি
আমি বিশ্বাস করি “সৎ, দক্ষ জনপ্রতিনিধি হলে টেকশই উন্নয়ন বাস্তবায়ন ও মডেল ইউনিয়ন গঠন করতে পারবে।
এ লক্ষ্যে জনগনের স্বপ্ন পূরণে কাজ করে যেতে চাই।
আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই।
আমাকে যদি নৌকার মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সমর্থনে বিজয় উপহার দিতে পারবো। আমি আশাবাদী উপজেলা ও জেলা নেতৃবৃন্দ দলীয় প্রতীক নৌকা পাইয়ে দিতে সমর্থন ও সহযোগিতা করবেন। অবহেলিত ভাটির জনপদ এর উন্নয়নে প্রয়োজন তারুণ্যের নেতৃত্ব।
আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে।