• সুনামগঞ্জ

    সুনামগঞ্জ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিয়ে এস আই আইয়ূব আলী খানের কবিতা

      প্রতিনিধি ৩ নভেম্বর ২০২১ , ৭:৪৩:০০ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশের আইন শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখার অগ্রযাত্রায় সারদেশের মতো সুনামগঞ্জ পুলিশ লাইনে পুলিশের কনস্টেবল পদে ২০২১ সালের নিয়োগ পরীক্ষায় ছিল স্বচ্ছতা আর জবাবদিহিতার সুন্দর এক পদ্ধতি,

    ছিলনা কাহারো কোন জবাব, যুক্তি আর তদবীর বাজি।

    যিনি করেছেন সৃষ্টি তিনি অবশ্যেই মহাজ্ঞানী ও গুনী,

    স্বর্ণাক্ষরে লিখা থাকবে তার নামটি।

    মেধা আর যোগ্য লোকেরা পাবে এই নিয়োগ খানি,

    টাকা নিয়ে, কাহারো পেছনে,করতে হবে না আর দৌড়াদৌড়ি।

    জাতির পিতার এই স্বাধীন করা সোনার বাংলায় বঙ্গঁবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ যোগ্য লোকেরাই পাবে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ। অত্যন্ত সৎ ও যোগ্য বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধা্ন আইজিপি ড. বেনজির আহমদ,ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মহোদয়গণ,সুন্দর এই নিয়োগ পদ্ধতিতে দিয়েছেন সম্মতি। অক্লান্ত পরিশ্রম করে দেখিয়েছেন সততার এই নিয়োগ পদ্ধতি,সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মহোদয় বিপিএম,অত্যন্ত সৎ,নিষ্ঠা ও পরহেজগার ব্যক্তি। পুলিশ সুপার মিজানুর রহমান সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে,সততা,সৎ ও যোগ্য ব্যক্তির নিয়োগের করেছেন ডিউটি, অফিসার ফোর্সদের দিয়েছেন সুন্দর নির্দেশনাবলী। পুলিশে নিয়োগের ব্যাপারে যেন স্থান না পায় কোন দূর্নীতিকারী,ধন্য পিতার ধন্য সন্তান পুলিশ সুপার নিজানুর রহমান আপনি। ন্যায় ও সততার জন্য নিজের জীবন উৎসর্গ করতেছেন তিনি,নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা সৃষ্টি করে সুনামগঞ্জে সর্বসাধারনের বাহাবা পাচ্ছেন উনি,সততার স্বীকৃতি হিসেবে সারাজীবন এই সম্মান পাবেন তিনি। পুলিশের কনস্টেবল পদে খুবই সুন্দর এক নিয়োগ পদ্ধতি বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবল পদে নিয়োগ পদ্ধতি।

    আরও খবর

    Sponsered content