• নির্বাচন

    লক্ষণশ্রী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মহিম তালুকদারের মনোনয়ন দাখিল

      প্রতিনিধি ১ নভেম্বর ২০২১ , ৩:৫৩:৩৪ অনলাইন সংস্করণ

    আল-হেলাল,সুনামগঞ্জ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন মোশাহিদ আলম মহিম তালুকদার। সোমবার (১ নভেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোয়ন দাখিল করেন মোশাহিদ আলম মহিম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন, মোশাহিদ আলম মহিম তালুকদারের প্রস্তাবকারি আলী হাসান, সমথর্নকারি রুহুল আমিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন মুরাদ মিয়া, সৈয়ুদুর রহমান, জনি,মনসুর আলম, সবুজ তালুকদার, রফিক মিয়া, ছয়ফুল্লাহ, মঞ্জু মিয়া, পপলু, রেজা, রাহেল, শাহি, রকিব, আতিক। মনোনয়ন দাখিলের পর মোশাহিদ আলম মহিম তালুকদার পথ সভা করেন লক্ষণশ্রী ইউনিয়নের ফকির নগর, শ্রীপুর হবতপুর, সুনামগঞ্জ জেলা এলাকার বারঘর, হালুয়ার গাঁও, বাহাদুরপুর, জানিগাঁও, রাবার বাড়ি, তাজপুর, গোবিন্দপুর, দিরাই রাস্তা ও মদনপুর। পথ সভায় মোশাহিদ আলম মহিম তালুকদার ভোটারদের কাছে দোয়া ও ভোট চান। তিনি বলেন, আমি একজন তরুণ প্রার্থী। তারুণ্যেরে প্রতিনিধি হিসেবে আমাকে ভোট দেয়ার অনুরোধ জানাই সবাইকে। আমি আপনাদের সেবা করতে চাই নির্বাচিত হয়ে। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইলও আপনারা প্রার্থীদের যোগ্যতা বিবেচনা করে ভোট দিন। আমি ওয়াদা করছি সব সময় ভোটারদের পাশে থাকব। আপনাদের কাছে আমি অনেক আশা নিয়ে এসেছি একবার আমাকে সুযোগ প্রদানের অনুরোধ রইলও।

    আরও খবর

    Sponsered content