প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২১ , ৯:১৬:১০ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের দিরাই পৌরসভাধীন গুরুত্বপূর্ণ কলেজ রোড ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির ১ম নির্বাচন ব্যবসায়ীদের সরাসরি ভোটের মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনায় গতকাল শনিবার (৩০ অক্টোবর ২০২১) অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯’০০ টা থেকে বিকেল পর্যন্ত বাগানবাড়ি কমিনিউটি সেন্টারে টানা ভোট গ্রহণ হয়।
সভাপতিঃ ছাতা প্রতীকে ১৭৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সেলিম আহমেদ চৌধুরী, নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কাসেম চৌধুরী চেয়ার প্রতীকে ১৫৪ ভোট, কনর মিয়া মটর সাইকেল প্রতীকে ৩১ ভোট।
সহ সভাপতিঃ আঙ্গুর ফল প্রতীকে ১৬১ ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ দেলোয়ার হোসেন বুলবুল আম প্রতীকে ১২৬ ভোট ও নিকেশ তালুকদার আনারস প্রতীকে প্রতীকে ৭৫ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদকঃ সাধারণ সম্পাদক পদে ১ ভোটে ভাগ্নার কাছে মামুর পরাজয়! হরিণ প্রতীকে হুমায়ুন কবির ১৩১ পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মকবুল হোসেন সিংহ প্রতীকে পেয়েছেন ১৩০ ভোট, উনারা সম্পর্কে মামা-ভাগ্না, বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে। অপর প্রতিদ্বন্দ্বী মাহবুব হোসেন ঘোড়া প্রতীকে ১৭ ভোট ও মোঃ আব্দুল মুকিত বাঘ প্রতীকে ৮৯ ভোট পেয়েছেন।
সহ সাধারণ সম্পাদকঃ ১২৪ ভোটে সহ সাধারণ সম্পাদক পদে পানির বোতল প্রতীকে নিয়াজ মাহমুদ রিপন নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা হোসেন মান্না পানির গ্লাস প্রতীকে ১০১ ভোট, বালতি প্রতীকে খোকন মিয়া ৮৬ ভোট, স্বপন চন্দ্র দাস জগ প্রতীকে ৩৬ ভোট ও বিদ্যা দেবনাথ চায়ের কাপ প্রতীকে পেয়েছেন ১৬ ভোট।
কোষাধক্ষ্যঃ উটপাখি প্রতীকে ১৩৮ ভোট পেয়ে কোষাধক্ষ্য পদে মোঃ সাদ্দাম হোসেন নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন হাসান মোরগ প্রতীকে ১০০ ভোট, ফজলুল করিম দোয়েল পাখি প্রতীকে ৭০ ভোট এবং একরাম হোসেন টিয়া পাখি প্রতীকে ৫৫ ভোট পেয়েছেন।