প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২১ , ৫:২৮:৫২ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ কোর্টে প্রেরণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিরাই শাল্লার এমপি ড জয়াসেন গুপ্তার ডানহাত খ্যাত প্রদীপ রায় ভাটিপাড়ার রুহেদ মিয়া হত্যা মামলার ১নং আসামি প্রদীপ রায় অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন।
গতকাল রাত সাড়ে ১১ ঘটিকার সময় র্যাব-৯ সিলেটের একটি দল সিলেটের মদিনা মার্কেটের মাহমুদ কমপ্লেক্স এর আন্ডারগ্রাউনের নিজ অফিস থেকে প্রদীপ রায়কে গ্রেফতার করে বলে জানা যায়।
গত ১৮ অক্টোবর সোমবার ভাটিপাড়া ইউনিয়নের মেঘনা বারঘর অলিখিত উদির হাওর বিলের জলমহালকে কেন্দ্র করে প্রদীপ রায়ের রাজনৈতিক অনুসারী ও বিলের ব্যবসায়ীক পার্টনার (সদ্য বিএনপি থেকে আগত) ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহ আলম দ্বীপ ও আমেরিকা প্রবাসী কাালিফোর্নিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ কাজল নুর মিয়ার লোকদের মধ্যে সংঘর্ষে রুহেদ মিয়া নামে একজন নিহত হয়েছে। প্রদীপ রায় অনুসারী শাহালম দ্বীপ ও কাজলনূরের গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ঘন্টাব্যাপী তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই রুহেদ মিয়া নিহত হন। নিহত রুহেদ মিয়া মুহাম্মদ কাজল নুর মিয়ার চাচাতো ভাই বলে জানা গেছে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দীর্ঘ ১২ বছর যাবত কাজল নুর মিয়ার মালিকানাধীন জমিতে দেশীয় ছোট মাছ বাধ দিয়ে মারছেন। কোন দিনও কেউ বাঁধা নিষেধ না দিলেও হঠাৎ করে মেঘনা বারঘর বিলের প্রদীপ রায় অনুসারী শাহ আলম দীপের পক্ষের লোকেরা উক্ত জমিতে মাছ ধরার উপর নিষেধ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
এছাড়াও প্রদীপ রায় সহ উপজেলা আ,লীগের প্রথম সারির একাধিক নেতা ২০১৭ সালের জারলিয়া বিলের ৩ খুনের মামলার আসামী। দিরাই শাল্লার প্রতিটি জলমহাল কেন্দ্রিক হত্যা কাণ্ডের সাথে জড়িয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম।
হত্যা মামলার আসামি স্থানীয় এমপি গ্রুপের অধিকাংশ নেতাকর্মী।
বাবু প্রদীপ রায়কে গ্রেফতার ও আজ সকালে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছে দিরাই থানা পুলিশ।