প্রতিনিধি ৭ নভেম্বর ২০১৯ , ৮:০৬:৫৩ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্কঃ-
সিলেটের কাস্টঘর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, সাড়ে ৭টার দিকে কাস্টঘর এলাকায় অজ্ঞাত ঐ যুবককে ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কিছু দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত যুবককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে- সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মিয়া গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।