প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২১ , ৮:২৩:৫৬ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ সরকার অনুমোদিত বাংলাদেশের বৃহৎ মানবাধিকার সংগঠন “সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিলেট জেলা শাখার অভিষেক ও সংগঠনের কার্ড বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুরু পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সার্চের সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক কামরুল ইসলাম। সংগঠনের সভাপতি সাংবাদিক এস এম ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিনুর রহমান শাহজাহান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্চ সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর ও সুনামগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক এ,কে মিলন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা কমিটির সহ-সভাপতি রোটারিয়ান নিজাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল হক এনাম, সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন, মাহবুব বকত চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক ও সিলেট বারের সদস্য এডভোকেট তোফায়েল আহমেদ শামীম,
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সহ-সভাপতি মোঃ সোহেল মিয়া, সহ-সভাপতি সাংবাদিক মোহন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমেদ চৌধুরী, এখলাকুর রহমান, সাংগঠনিক সম্পাদক-১ আবু সালেহ মোঃ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক-২ মোঃ আব্দুর রব, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা নাসিরা আক্তার সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা আখি আক্তার, সার্চ সুনামগঞ্জ জেলা সাংস্কৃতিক সম্পাদক তুষার আহমেদ টিপু, সহ অর্থ সম্পাদক আজাদ মিয়া, সহ-দফতর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, প্রচার সম্পাদক আব্দুল কাদির আল হাসান, সহ প্রচার সানোয়ার হোসাইন তাহমিদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামরান হোসাইন ক্রীড়া সম্পাদক সাইয়েদ আহমেদ সামাদ, সহ ক্রীড়া সম্পাদক মোঃ লিজান আহমেদ ও নির্বাহী সদস্য মোঃ বক্কর মিয়া প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কো-অর্ডিনেটর একে মিলন আহমেদ বলেন মানবাধিকার সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে স্বচ্ছতা জবাবদিহিতা বজায় রেখে কাজ করতে হবে।
সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম ওয়াহিদুল ইসলাম বলেন নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে সার্চ কর্মীদের কাজ করে যেতে হবে, আজ আমরা সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ এর কার্ড নিতে এসেছি কিন্তু গুরুদায়িত্ব কাঁধে নিয়ে বাড়িতে ফিরছি, অসহায় মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের নিজ নিজ অবস্থান থেকে সাধ্যানুযায়ী সহায়তা করে যেতে হবে।
কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সহ-সভাপতি রোটারিয়ান নিজাম উদ্দিন বলেন মানবাধিকার রক্ষায় ভূমিকার পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে।
সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল হক এনাম বলেন জুলুমের শিকার অসহায় নিপীড়িত মানুষের আইনী অধিকার পাইয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।