• লিড

    সুনামগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তান কাজী জাহানের দাত ভেঙ্গে দেয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের

      প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২১ , ৯:৪১:০৯ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তান কাজী জালাল উদ্দিন জাহান (৬২) এর উপর হামলা করেছে নিজ বাসার ভাড়াটে বাসিন্দারা। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কাজী জালাল উদ্দিন জাহান সুনামগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সুরমা ২৭নং বাসভবনের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম লে: কর্ণেল অব: কাজী বশির উদ্দিন নানু মিয়া এডভোকেট এর পুত্র। তার উপর হামলা ও লুটতরাজের ঘটনায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের অক্ষয়নগর গ্রামের ফরিদ মিয়ার পুত্র মহিবুর রহমান খোকন (৫০),খোকনের পুত্র শাওন (২৩) ও খোকনের স্ত্রী রুপা বেগম (৪০) এর বিরুদ্ধে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিবরনে প্রকাশ, গত ১১ অক্টোবর সোমবার বিকাল সাড়ে ৩টায়, বাসার ময়লা ফালানোকে কেন্দ্র করে খোকনের বাসার কাজের মেয়ে,কাজী জাহানের সাথে অন্যায়ভাবে ঝগড়া কলহে লিপ্ত হয়ে উস্কানীমূলক কথাবার্তা বলে উত্তেজিত করত: কাজী জাহানের বিরুদ্ধে খোকন ও তার স্ত্রীপুত্রকে লেলিয়ে দেয়। খোকন ভাড়াটে হওয়া স্বত্তেও মালিকপক্ষকে কোন কিছু না জানিয়ে মদ্যপানে আসক্ত থাকাবস্থায় নিজের ছেলে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে বেআইনী জনতাবদ্ধে মিলিত হয়ে কাজী জাহানের বসতঘরে অনধিকার প্রবেশ করে বিছানায় বেডরেস্টে  থাকাবস্থায় কাজী জাহানকে প্রাণে হত্যার লক্ষ্যে অতর্কিত হামলা করে তার  ৩টি দাত ভেঙ্গে দেয়াসহ গুরুতর জখম করার পাশাপাশি নগদ ২০ হাজার টাকা,স্বর্ণের চেইন ও আঙ্গুলের আংটি জোরপূর্বক ছিনতাই করে নেয়। ঘটনার পরপরই খোকনের আত্মীয় স্বজনরা কাজী জাহানের কাছে গিয়ে ঘটনার জন্য দু:খ প্রকাশসহ নি:শর্ত ক্ষমাপ্রার্থনা করান। কিন্তু ক্ষমা প্রার্থনাকারীরা তার কোন সুচিকিৎসা ও লুটতরাজকৃত টাকা ও স্বর্ণালংকার ফেরত প্রদান করেনি। পরবর্তীতে জখমের দরুন কাজী জাহানের শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ অক্টোবর তাকে জেলা সদর হাসপাতালে ডাঃ কামরুল হাসানের তত্ত¡াবধানে ভর্তি করা হয়। কাজী জাহান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর নিবন্ধন ২০৩নং ভূক্ত সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে বিএনপি নেতা ফরিদ মিয়ার পুত্র খোকন ও তার ছেলের বিরুদ্ধে সদর থানায় ও আদালতে একাধিক মামলা  বিচারাধীন রয়েছে বলে পুলিশ সুত্রে জানা যায়। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ সহিদুর রহমান জখমী বীর মুক্তিযোদ্ধার সন্তান কাজী জাহানের লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন,জখমীর অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।  

    আরও খবর

    Sponsered content