• সারাদেশ

    জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন গুরুতর আহত

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২১ , ৭:৪৮:৫৬ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় মনসুর( ৪৮) নামক এক ব্যাক্তি গুরুতর আহত হয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী (নতুনপাড়া) গ্রাম নিবাসী মৃত মোঃ মতলীব আলীর ছেলে মোঃ মানসুর মিয়া(৪৮) আজ ১৮ ই অক্টোবর রোজ সোমবার নিজ বাড়ী থেকে যাত্রীবাহী এইচপাওয়ার( গাড়ী) যোগে স্থানীয় কলকলিয়া বাজারে যাওয়ার পথে বেলা ১টা ৩০ মিনিটের সময় বালিকান্দী (নতুনপাড়া) – কলকলিয়া বাজার সড়কের মোকামপাড়া এলাকায় অসাবধানতা বসত চলন্ত গাড়ী হতে রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষনিক ভাবে গাড়ী চালক ও আহত ব্যক্তির ভাই মোক্তার হোসেন তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তি মনসুর এর মাথার আঘাতে সেলাই দেওয়া হয়েছে। তিনি আশংকামুক্ত আছেন। আহতের ভাই মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    আরও খবর

    Sponsered content