প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২১ , ৬:৫৩:২৫ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৪ কেজি গাজাসহ ২ গাজা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ । আটককৃত গাজা ব্যবসায়ী ব্যবসায়ীরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর (সেজামোড়া) এলাকার মৃত: ইদ্রিস মিয়ার ছেলে মোঃ আলমগীর (৩৪) ও একই উপজেলার ফুল বাড়িয়া গ্রামের জাবেদ শাহ উরুফে মকসুদ আলী শাহ এর ছেলে সোহেল (২৫)। আটককৃত গাজা ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, শনিবার (১৬ অক্টোবর ) বিকেল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা-এর নির্দেশনায় এসআই সাদ্দাম মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে এক বিশেষ অভিযান পরিচালনা করে কুলিয়ারচর বাজার জামান টাওয়ারের সামনে থেকে চার কেজি গাজাসহ মোঃ আলমগীর ও সোহেল এই ২ জনকে আটক করেন। এ ঘটনায় এস আই সাদ্দাম মোল্লা, বাদী হয়ে ওই দিনই ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৬। ঘটনা পোসঙ্গে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান ধৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং রবিবার আসমীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।