• চিত্রবিচিত্র

    চাটখিলে স্বামীকে চেতনানাশক ঔষুধ খাইয়ে নববধূ উধাও! থানায় অভিযোগ

      প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২১ , ১:০৭:৩২ অনলাইন সংস্করণ

    নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিল উপজেলার হাসর গ্রামের সাজ্জাত হোসেন (৩০) কে তার নববধূ চেতনানাশক ঔষুধ খাইয়ে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এই ব্যাপারে সাজ্জাতের মা রৌশন আরা বেগম বাদি হয়ে চাটখিল থানায় আজ বুধবার বিকেলে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, চাটখিল উপজেলার বানসা গ্রামের সফি উল্যা বেপারী বাড়ির আবদুল জলিলের মেয়ে শারমিন আক্তারের (২১) সাথে সাজ্জাতের গত শুক্রবার (০৮ অক্টোবর) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর সাজ্জাত তার স্ত্রী শারমিনকে নিয়ে শশুর বাড়িতে গতকাল মঙ্গলবার বেড়াতে গিয়েছিলেন। সেখানে স্ত্রী শারমিন আক্তার রাতে সাজ্জাতকে চেতনানাশক ঔষুধ খাওয়ায় দিয়ে পরিবারের সকলের অগোচরে উধাও হয়ে যায়। এসময় শারমিন ১০ভরি স্বর্ণাংলকার ও ৫০হাজার টাকা এবং বিদেশি ১৫ হাজার রিয়াল (বাংলাদেশী মুদ্রায় ৩লাখ ৩০হাজার) টাকা সহ মোট ১০লাখ ৮০হাজার টাকা নিয়ে যায়। অভিযোগে সাজ্জাতের মা আরো বলেন, তিনি সকালে সংবাদ পেয়ে সাজ্জাতের শশুর বাড়িতে গিয়ে তার ছেলেকে অজ্ঞান অবস্থায় পান। পরে সাজ্জাতকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাতের স্বাস্থ্যের অবস্থা খারাপ দেখে তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সাজ্জাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে জানতে শারমিনের বাবা আবদুল জলিলের মুঠোফোনে কল দিলে আবদুল জলিলকে পাওয়া না গেলেও তার বড় মেয়ে রুমি ফোন রিসিভ করে শারমিন পালিয়ে যাওয়ার ঘটনা স্বীকার করে বলেন, কোথায় বা কার সাথে পালিয়ে গেছে তা আমাদের জানা নেই। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    আরও খবর

    Sponsered content