• গ্রেফতার/আটক

    সন্তানের সামনে মা-ফুফুকে ১১জন মিলে গণধর্ষণ, ৩ অটোসহ আটক ৭

      প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০১৯ , ৮:৪৬:০৩ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জে তিন বছরের সন্তানের সামনে ১১জন অটোচালকের বি’রুদ্ধে দুই নারী যাত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগ উঠেছে।
    শুক্রবার রাতে উপজে’লার দেওরাছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অ’ভিযান চালিয়ে সাতজনকে আ’ট’ক করেছে পু’লিশ।  ভুক্তভোগীরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাদের একজনের বয়স আনুমানিক বয়স ২৮, অন্যজনের ২৪। তারা স’ম্পর্কে ননদ-ভাবি। ভুক্তভোগীরা জানান, শুক্রবার রাতে মৌলভীবাজার শহরের পৌর পার্ক থেকে কমলঞ্জের মুন্সিবাজার যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশা রিজার্ভ করেন তারা। তাদের সঙ্গে তিন বছরের একটি শি’শু ছিল। অটোরিকশাটি নিয়ে কিছু দূর যাওয়ার পর দুই যাত্রী তোলেন চালক। তখন ওই দুই নারী বাধা দিলে চালক জানান, এরা তার পরিচিত, বিপদে পড়েছে সামনেই নামবে। পরে কমলগঞ্জ যাওয়ার পথে দেওরাছড়া চা বাগানের নির্জন যায়গায় তাদের সঙ্গে আরো ৭-৮ জন যোগ দেয়। এ সময় এক নারীকে নয়জন মিলে ও অন্য নারীকে দুইজন মিলে ধ’র্ষণ করে।তারা আরো জানান, কৌশলে তারা চালককে বলেন- যা হবার হয়েছে এবার আমাদের দিয়ে আসেন। চালক তাদের নিয়ে ফের মুন্সিবাজারের উদ্দেশে রওনা হয়। পথে রহিমপুর ইউপির সাবেক মেম্বার আব্দুল মজিদ খানের দোকানের সামনে পৌঁছানোর আগে এক নারী জরুরি কাজ আছে বলে দোকানে থামাতে বলেন। দোকানের সামনে অটোরিকশা থামানো মাত্র তারা চি’ৎকার শুরু করেন। এ সময় চালক অটোরিকশা রেখে পালিয়ে যায়।
    পরে পু’লিশ এসে ভুক্তভোগীদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। রহিমপুর ইউপির সাবেক মেম্বার আব্দুল মজিদ খান বলেন, আমা’র দোকানে ঢুকে তারা অ’ভিযোগ দেন। এ সময় চালক পালিয়ে যায়। জেনেছি তার নাম ইউসুফ মিয়া, বাড়ি মৌলভীবাজার সদর উপজে’লার বনশ্রী এলাকায়। পরে আমি পু’লিশে খবর দেই। কমলগঞ্জ থা’নার ওসি মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত সাত অ’ভিযুক্তকে তিনটি অটোরিকশা সহ আ’ট’ক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে যাদের নাম আসবে তাদের আ’ট’ক করা হবে। মা’মলার পর আ’ট’কদের গ্রে’ফতার দেখিয়ে আ’দালতে পাঠানো হবে।

    আরও খবর

    Sponsered content