প্রতিনিধি ২ অক্টোবর ২০২১ , ৪:২৯:১৭ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়ারগোটা হাওরে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে এক জেলে নিহত এবং একজন আহত হয়েছে। নিহত তের নাম মো হায়াতুন মিয়া(৪০)। তিনি দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের মালি হোসেনের ছেলে। আহতের নাম মো. ইসহাক মিয়া তিনি ও একই গ্রামের তারা মিয়ার ছেলে। আজ শনিবার ভোররাতে কালয়ারগোটা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদার ঘটনাস্হলে গিয়ে নিহতের স্বজনদের শান্তনা দিয়েছেন। আহত ব্যক্তিকে দিরাই উপজেকা স্বাস্হ্য কমপ্লেক্স এ এনে ভর্তি কর হয়েছে।
এ ব্যাপারে চরনারচর ইউপি চেয়ারম্যান রতন কুমার তালুকদার বজ্রপাতে নিহত ও আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।