• অনিয়ম / দুর্নীতি

    ১৮৪ কোটি টাকা পাচার মামলাঃ ফালুসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট

      প্রতিনিধি ১ অক্টোবর ২০২১ , ৭:২৭:৩৯ অনলাইন সংস্করণ

    মোঃ নাসিরঃ প্রায় ১৮৪ কোটি টাকা পাচারের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মোসাদ্দেক আলী ফালুসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুদক সূত্রে চার্জশিট জমা দেওয়ার বিষয়টি জানা গেছে। ফালু ছাড়া চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন— আরএকে সিরামিকস এর ব্যবস্থাপনা পরিচালক এস এ কে একরামুজ্জামান ও স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান। তবে স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক আমির হোসাইনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান সম্প্রতি আদালতে ফালুসহ তিনজনের বিরুদ্ধে এই চার্জশিট জমা দেন। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ চার্জশিটটি দেখেছেন। জানা যায়, অফশোর কোম্পানি খুলে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা দুবাইয়ে পাচারের অভিযোগে খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মোসাদ্দেক আলী ফালুসহ চার ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাটি করা হয়।মামলায় অভিযোগ করা হয়— মোসাদ্দেক আলী ফালু, একরামুজ্জামান, আনোয়ারুজ্জামান, আমির হোসাইন ২০১০ সালে দুবাইয়ে আল মদিনা ইন্টারন্যাশনাল লিমিটেড, থ্রি স্টার লিমিটেড নামে অফশোর কোম্পানি খোলেন এবং বাংলাদেশে ‘দুর্নীতির মাধ্যমে’ অর্জিত ১৮৩ কোটি ৯২ লাখ টাকা দুবাইয়ে পাচার করেন। দুবাইয়ে ওই অর্থ উর্পাজনের কোনো উৎস আসামিরা দেখাতে পারেননি। ওই অর্থ কীভাবে উপার্জন করা হয়েছে তার কোনো তথ্য প্রমাণ তাদের কাছে নেই।

    আরও খবর

    Sponsered content