প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২১ , ৬:৪৮:১৮ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউপি’র বামনখালি খাল ও বাগাজান বিলের মুক্ত জলাশয়ের মুক্তির দাবীতে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেছেন। বৃহস্পতিবার (৩০সেপ্টেবর) দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল বাজারে জুড়াইল, কুমোউড়া গ্রামের শতাধিক লোক এ বিক্ষোভ সমাবেশ করেন। এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্যে রাখেন, জুড়াইল গ্রামের, বীর মুক্তিযোদ্দা নুরুল ইসলাম ফারুকী, হারুন মিয়া, আলমাস আহম্মেদ, সাদির উদ্দিন, হাবিবুল্লা, আজহারুর ইসলাম, বক্তারা বলেন, মুক্ত জলাশয়ে জুড়াইল গ্রামের ইউপি সদস্য সেলিম মিয়া ও ছোটন মিয়ার লোকজন মুক্ত জলাশয়ে বামনখালি খালে জাল দিয়ে বাধদিয়ে তারা নিজেরা মাছ শিকার করছে। গ্রামের অন্যলোকজন মুক্ত জলাশয় বামনখালি খাল ও বাগাজান বিলের মাছ শিকার করতে গেলে ইউপি সদস্য সেলিম মিয়া ও ছোটন মিয়ার লোকজন বাধা প্রধান করছে। এর প্রতিবাদ জানিয়ে মুক্ত জলাশয়ের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। এছাড়াও আবু সিদ্দিক মিয়া বলেন, দুইমাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর বামনখালি খাল ও বগাজান বিলের মুক্ত জলাশয় সকলের জন্য মাছ শিকারের উন্মুক্ত করার জন্য তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে গিয়ে ইউপি সদস্য সেলিম মিয়া ও ছোটন মিয়ার লোকজনকে বলে আসলেও তারা বামনখালি খালে জালের বাধ অপসারণ করেনি। এ বিষয়ে জানতে ইউপি সদস্য সেলিম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বামনখালি খাল ও বাগাজান বিল গ্রামের সবার জন্য উন্মুক্ত সবাই মাছ শিকার করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলার পরেও কেন খালের বাধ অপসারণ করা হয়নি, এ বিষয়ে ইউপি সদস্য সেলিম মিয়া বলেন,আজকেই বামনখালি খাল থেকে জাল সরিয়ে ফেলা হবে।