• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, শ্রমিক সংগঠন এর সাথে ইউএনও এর বৈঠক

      প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২১ , ৪:২৭:১৩ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ ও সুশীল সমাজ এর সাথে বৈঠক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। প্রত্যাহার করা হয়েছে শ্রমিক সংগঠন কর্তৃক ঘোষিত ১ লা অক্টোবর এর পরিবহন ধর্মঘট।

    জগন্নাথপুরে ব্যাটারী চালিত ইজিবাইক(টমটম), মিশুক সহ পারমিট রেজিষ্ট্রেশন বিহীন অবৈধ যানবাহন বন্ধের দাবীতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজনে গত ২১ শে সেপ্টেম্বর জগন্নাথপুর পৌর পয়েন্টে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছিল। এই কর্মসূচী থেকে জগন্নাথপুর উপজেলার সর্বত্র চলাচলকারী অবৈধ সকল যানবাহন ৩০ সেপ্টেম্বর এর মধ্যে বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় ১ লা অক্টোবর ভোর থেকে জগন্নাথপুর এর সর্বত্র অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলবে বলে ঘোষণা করা হয়। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক লিপি প্রদান করেন উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ। এই স্মারক লিপির আলোকে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জগন্নাথপুর উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ইজিবাইক (টমটম) – মিশুক গাড়ীর মালিক শ্রমিকদের উপস্থিতিতে আজ ২৯ শে সেপ্টেম্বর রোজ বুধবার দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও জগন্নাথপুর এর ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম এর পরিচালনায় এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    উক্ত বৈঠকে যানবাহন চলাচল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর সভাপতি হাজী শাহ মোঃ নিজামুল করিম, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আফছর উদ্দিন, বাস/মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি মোঃ গোলাম রব্বানী, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগ এর আহবায়ক মোঃ নূরুল হক, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র মোঃ সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সাধারন সম্পাদক মোঃ জাহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম খেজর, বাস/মিনিবাস সমিতি জগন্নাথপুর শাখার সাধারন সম্পাদক মোঃ রেজন মিয়া, জগন্নাথপুর লাইটেস শাখার সভাপতি বশির আহমদ আলফু, জগন্নাথপুর থানার এসআই মোঃ আব্দুস ছত্তার, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুল আলম, লেগুনা সিএনজি শ্রমিক ইউনিয়ন কলকলিয়া পয়েন্ট উপ-কমিটির সাধারন সম্পাদক মোঃ গুলজার হোসেন, লেগুনা -সিএনজি জগন্নাথপুর পশ্চিম বাজার লেগুনা সিএনজি শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক মোঃ সেবুল মিয়া, লেগুনা – সিএনজি শ্রমিক ইউনিয়ন জগন্নাথপুর বাজার পূর্বপাড় শাখার সাধারন সম্পাদক মোঃ রুবেল মিয়া, শ্রমিক নেতা মশাহিদ মিয়া ও শ্রমিক নেতা আজিজ মিয়া প্রমূখ।
    এসময় উপস্থিত ছিলেন আবুল মিয়া,সানুর আলী, মিলন খান,আসাদ মিয়া,মাহমুর রহমান, মুহিত মিয়া,ছুফি মিয়া,কদরিছ মিয়া,শাহীন মিয়া,আঃ মতিন, সাজিদ মিয়া,শাহীন আহমদ,আজিজ মিয়া,লামিয়া,মিন্টু মিয়া, শফিক মিয়া ও ফজর আলী প্রমূখ।
    বৈঠকে সর্বসম্মতিক্রমে জগন্নাথপুর উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক ডাকা ১ লা অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
    সভাপতির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বৈঠকে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, পৌর শহরের যানজট নিরসনে সড়কের উপর অবৈধ গাড়ী স্ট্যান্ড উচ্ছেদ সহ অবৈধ যানবাহন চলাচল এর ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) ও মিশুক গাড়ী সহ সকল অবৈধ যানবাহন এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে এ বিষয়য়ে স্থায়ী সমাধানের লক্ষে আগামী ১৫ ই অক্টোবর সকলকে নিয়ে আবার বসব।
    সভাপতির বক্তব্যকে স্বাগত জানিয়ে জগন্নাথপুর উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর সভাপতি হাজী শাহ মোঃ নিজামুল করিম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের দাবীর প্রতি সম্মান জানিয়ে যে আশ্বাস দিয়েছেন এতে আমরা খুশী। তাই ১ লা অক্টোবর ভোর থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রতয়াহার করলাম।

    আরও খবর

    Sponsered content