• লিড

    জগন্নাথপুরে ইজিবাইক ও মিশুক গাড়ী বন্ধ না হলে, ১লা অক্টোবর পরিবহন ধর্মঘট

      প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২১ , ১:১২:৫৭ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম), মিশুক সহ পারমিট রেজিষ্ট্রেশন বিহীন অবৈধ যানবাহন বন্ধের দাবীতে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসদর সহ জগন্নাথপুর উপজেলার সর্বত্র ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) ও মিশুক সহ পারমিট রেজিষ্ট্রেশন বিহীন অবৈধ যানবাহন চলাচল বন্ধে করনীয় বিষয় নিয়ে জগন্নাথপুর উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর আয়োজনে আজ ২৮ শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর শহরের সি/এ মার্কেটস্থ সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং-চট্র-১৮৬৬) এর অন্তর্ভুক্ত জগন্নাথপুর বাস/মিনিবাস শ্রমিক রোড উপ- কমিটির কার্যালয়ে উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর সভাপতি হাজী মোঃ নিজামুল করিম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম খেজর এর পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন, বাস- মিনিবাস শ্রমিক সমিতি জগন্নাথপুর শাখার সভাপতি মোঃ গোলাম রব্বানী,সাধারন সম্পাদক মোঃ রেজন মিয়া, জগন্নাথপুর লাইটেস শাখার সভাপতি বশির আহমদ আলফু, লেগুনা সিএনজি শ্রমিক ইউনিয়ন কলকলিয়া পয়েন্ট উপকমিটির সহ-সভাপতি মোঃ কবির মিয়া, সাধারন সম্পাদক মোঃ গুলজার হোসেন, লেগুনা -সিএনজি জগন্নাথপুর পশ্চিম বাজার লেগুনা সিএনজি শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক মোঃ সেবুল মিয়া, লেগুনা – সিএনজি শ্রমিক ইউনিয়ন জগন্নাথপুর বাজার পূর্বপাড় শাখার সাধারন সম্পাদক মোঃ রুবেল মিয়া, শ্রমিক নেতা মশাহিদ মিয়া, আবুল মিয়া,সানুর আলী, মিলন খান,আসাদ মিয়া,মাহমুর রহমান, মুহিত মিয়া,ছুফি মিয়া,কদরিছ মিয়া,শাহীন মিয়া,আঃ মতিন, সাজিদ মিয়া,শাহীন আহমদ,আজিজ মিয়া,লামিয়া,মিন্টু মিয়া ও ফজর আলী প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, জনগন্নাথপুর পৌর এলাকা সহ জগন্নাথপুর উপজেলার সবকটি সড়কে অনুমোদনহীন অবৈধ ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) ও মিশুক গাড়ী অবাধে চলাচল করছে। আগামী ৩০ শে সেপ্টেম্বর এর মধ্যে এই সকল অবৈধ যানবাহন চলাচল প্রশাসনিক ভাবে বন্ধ করা না হলে আগামী ১ লা অক্টোবর ভোর ৬ টা থেকে অনির্দিষ্টকালের জন্য জগন্নাথপুর উপজেলার সর্বত্র সকল ধরনের বৈধ যানবাহন চলাচল বন্ধ থাকবে। এবিষয়ে জগন্নাথপুর উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর সভাপতি হাজী মোঃ নিজামুল করিম বলেন, জগন্নাথপুর পৌর শহর সহ জগন্নাথপুর উপজেলার সর্বত্র ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) ও মিশুক গাড়ী সহ পারমিট রেজিষ্ট্রেশন বিহীন অবৈধ যানবাহন চলাচল অবাধে চলাচল করছে। এই সকল যানবাহন চলাচল বন্ধের দাবীতে বারবার প্রশাসনের শরণাপন্ন হয়েছি। মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু আজো অবদি প্রশাসনিক ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চলতি সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ এর মধ্যে প্রশাসনিক ভাবে এই সকল অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা না হলে চলতি সনের ১ লা অক্টোবর ভোর ৬টা থেকে জগন্নাথপুর পৌর শহর সহ জগন্নাথপুর উপজেলার সর্বত্র অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলবে।

    আরও খবর

    Sponsered content