প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২১ , ১০:৫০:৩৭ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্কঃ আজ সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্ম দিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু সৈনিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বঙ্গবন্ধু সৈনিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্তান মো: আবুল মনসুর জমসেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম নোমান হাসান খাঁন এর পরিচালনায়। বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সৈনিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বদরুল, সাংগঠনিক সম্পাদক ও সদর শ্রমিক লীগের সহ-সভাপতি মো: উস্তার আলী, বঙ্গবন্ধু সৈনিকলীগের সহ-সভাপতি আবুল হোসেন শরীফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন আহমদ, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক চাঁদনী আক্তার, স্বপ্না বেগম, মমতাজ বেগম শৈলী, রোবিনা বেগম সহ প্রমুখ।