• লিড

    দিরাইয়ে দিন-দুপুরে ১যুবক’কে কুপিয়ে গুরুতর যখম, থানায় মামলা

      প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২১ , ৯:৪১:৩৬ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুলঃ সুনামগঞ্জের দিরাই পৌরসদরে পরিকপ্লিত ও সংঘবদ্ধ হামলায় রাজাপুর গ্রামের পিতা- মৃত গোলাম রব্বানী চৌধুরীর ছেলে রুহুল আমিন চৌধুরী (৪৫) গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার বিবরণে জানা যায় ১৫ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১-৫০ মিনিটের সময় দিরাই বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়িতে ফেরার পথে রাজাপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান সাত্তার মিয়ার বাড়ির সামনে পৌছালে পূর্ব থেকে ওতপেতে থাকা কয়েকজন রুহুল আমিন চৌধুরীর মোটরসাইকেল থামিয়ে উপুর্যুপরি দাঁড়ালো অস্ত্রদিয়ে আক্রমণ করতে থাকে এতে মাথার পিছন দিকে দাঁড়ালো অস্ত্রের আঘাতে ১০ টি সেলাইসহ দুই হাতে এবং বাম পায়ে একাধিক স্থানে যখম ও পেটে দাঁড়ালো ছুড়ার আঘাতে মারাত্মক যখম হয়ে রুহুল আমিন চৌধুরী মাটিতে লুটিয়ে পড়েন, আক্রমঙ্কারীরা তাকে মৃত ভেবে চলে যায়। সাথে থাকা মোটরসাইকেল ড্রাইভার নরোত্তমপুরের কমরু মিয়ার ছেলে রাজিবও আঘাতপ্রাপ্ত হয়।
    মামলার বিবরণ থেকে জানা যায় রক্তাক্ত হামলার ঘটনায় আসামী করা হয়েছে দিরাই পৌরসভার রাজাপুর গ্রামের মৃত- গোলাপ উল্লাহর ছেলে সাবেক কাউন্সিলর মিজানুর রহমান ডন, মৃত নুরুল হোসেনের ছেলে শাহেদুর রহমান মিল্টন, মৃত আজিজুর রহমান ছেলে রাসেল চৌধুরীর, মৃত মজিদ উল্লাহ ছেলে ফখরুল ইসলাম, আক্রম উল্লাহর ছেলে সোহেল মিয়া সহ ১০জনকে।
    এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রফতার হয়নি।

    আরও খবর

    Sponsered content