• ক‌্যাম্পাস

    ছাতকে ব্রীজ একাডেমীতে বণার্ঢ্য আয়োজনে ভর্তি মেলা সম্পন্ন

      প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০১৯ , ৩:২১:০২ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ- সুনামগঞ্জের ছাতকে ইংরেজী মাধ্যমের স্কুল এন্ড কলেজ গোবিন্দগঞ্জ ‘ব্রীজ একাডেমীতে’ বণার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভতর্ী উপলক্ষে মেলা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টা দিন ব্যাপি একাডেমির মাঠে নানা কর্মসূচির মধ্য দিয়ে এ মেলা সম্পান্ন হয়। একাডেমির প্রতিষ্টাতা ও চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ আইয়ুব করম আলীর সভাপেিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. মইনুল হক। স্বাগত বক্তব্য রাখেন, একাডেমির প্রেন্সিপাল মোস্তাক আহমদ।
    একাডেমির ছাত্রী জুবায়দা তাসনিম নীলা ও মুনতাহা রশীদ বীথির যৌথ সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রধান ডা. মো. সামছুল ইসলাম, সহকারী অধ্যাপক ডেন্টাল ইউনিট ডা. মো. মুমিনুল হক, একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ও যুক্তরাজ্যস্থ লন্ডনের ক্যারো কে নাসার্রী স্কুলের শিক্ষিকা হোসনা আরা আলী, কিডস্ ক্যাম্পাস সিলেটের প্রেন্সিপাল নিবরাস মাইসা তাইফুর, একাডেমির পরিচালক সোহেল মিয়া।
    মেলায় একাডেমীর ছাত্র-ছাত্রীরা নিজস্ব পোষাকে ভিন্ন ভিন্ন সাজে অংশ নেয়। জাতীয় সংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান যৌথ ভাবে পরিবেশন করেন একাডেমীর বিভিন্ন শ্রেনীর ছাত্র-ছাত্রীরা। এতে ৯টি ব্যতিক্রমধমর্ী ষ্টল খুলা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মুন্না বনিক ও তার দল। এসময় একা েশিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমীর ছাত্র আনোয়ার, গীতা পাঠ করেন তিথী পুরকায়স্থ।

    আরও খবর

    Sponsered content