• অপমৃত্যু

    হবিগঞ্জে প্রবাসী স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

      প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২১ , ৮:৫৩:২৪ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। হবিগঞ্জ শহরের একটি বাসা থেকে জলি বেগম (২৪) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। হবিগঞ্জ সদর থানার এসআই উৎসব কর্মকারসহ একদল পুলিশ ওই লাশ উদ্ধার করে। জানা গেছে, জেলার নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের লিবিয়া প্রবাসী নজরুল আমিনের স্ত্রী জলি তার মামার বাসা হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সের সত্ত্বাধিকারী আবুল কাসেমের বাসায় বেড়াতে আসেন। রাতে তিনি তার প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন। পরে স্বামীর সঙ্গে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে জলি বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দুপুরে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content