প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২১ , ৪:৩৯:৩৮ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের দিরাইয়ে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় ১০ বছরের শিশু নিহত হয়েছে। গতকাল দিরাই পৌরসভার সুজানগর এলাকার বাংলাদেশ ফি মেইল একাডেমির সামনে দাঁড়ানো শিশু আখি’কে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়া মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়। সংজ্ঞাহীন অবস্থায় আশেপাশের লোকজন আখিকে উদ্ধার করে দিরাই হাসপাত নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা সংকটাপন্ন হওয়ায় সিলেট রেফার করেন। নিহত আখি রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামের লাভলী বেগমের মেয়ে। দুইদিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ সন্ধ্যার পরে সিলেট ইবনে সিনা হাসপাতালে মৃত্যু হয়। নিহতের আত্মীয় সোহেল মিয়া ভাটি বাংলাকে জানান- গতকাল আখি তার নানীর সাথে তাদের আত্মীয় বাংলাদেশ ফি-মেইল একাডেমির ছাত্রীর সাথে দেখা করতে দিরাই থেকে সুজানগর সংলগ্ন একাডেমির সামনে গাড়ী থেকে নামা মাত্রই দিরাই পৌরসভার রাজাপুর গ্রামের মৃত আযাদ মিয়া চৌধুরীর পুত্র আলমগীর চৌধুরী ও জুবের চৌধুরীর মোটরসাইকেল বেপরোয়া গতিতে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।