• আন্তর্জাতিক

    পাঞ্জশিরে সরকারি ভবনে তালেবানের পতাকা উড়ার ছবি ভাইরাল

      প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২১ , ৭:১৫:৪৭ অনলাইন সংস্করণ

    পাঞ্জশিরে সরকারি ভবনে উড়ছে তালেবানের পতাকা। ছবি- টুইটার

    ভাটি বাংলা ডেস্কঃ পাঞ্জশিরে সরকারি ভবনে তালেবানের পতাকা উড়ার ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

    আগানিস্তানের পাঞ্জশির প্রদেশ ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে’ নেওয়ার পর সেখানে তালেবান বাহিনী তাদের পতাকা উড়িয়েছে।

    সোমবার সকালে পাঞ্জশিরের সরকারি ভবনে তালেবানের পতাকা উড়ানোর একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

    এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের আরেকটি ছবিতে দেখা যায়, তালেবানের সদস্যরা পাঞ্জশির প্রদেশের গভর্নরের বাসভবনের গেটের সামনে দাঁড়িয়ে আছেন।

    এর আগে আগানিস্তানের পাঞ্জশির প্রদেশ ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে’ নেওয়ার খবর নিশ্চিত করেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

    তিনি এক বিবৃতিতে বলেন, এই বিজয়ের মাধ্যমে আমাদের দেশকে পুরোপুরি যুদ্ধের জলাভূমি থেকে বের করে আনা হয়েছে।

    তবে তার এই দাবির পাল্টা উত্তরের জোট জানিয়েছে, মিথ্যা দাবি করছে তালেবান।

    ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স অব আফগানিস্তান’ টুইট করে জানিয়েছে, তালেবানের পাঞ্জশির দখলের দাবি মিথ্যা। এখনও সেখানে প্রতিরোধ বাহিনী রয়েছে। আমরা লড়াই করছি। আমরা আফগানদের প্রতিশ্রুতি দিচ্ছি, যত দিন না স্বাধীনতা ও নিজেদের অধিকার ফিরে পাব তত দিন লড়াই চলবে।

    আরও খবর

    Sponsered content