প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২১ , ৪:৪৬:০৭ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী শহীদ(৫৫) ও হুমায়ূন (৩২) কে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এক দল পুলিশ ৪ ই সেপ্টেম্বর রোজ শনিবার দিবাগত রাতে পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত পূর্ব কাতিয়া গ্রাম নিবাসী মোঃ জাহরুল ইসলাম এর ছেলে মোঃ হুমায়ুন কবির (৩২) ও একই উপজেলার মীরপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত লহরী গ্রাম নিবাসী মৃত মোঃ সোনাহর আলীর ছেলে মোঃ আব্দুস শহীদ (৫৫) কে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন। আসামীদ্বয় দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। গ্রেপ্তারকৃত আসামীদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামী হুমায়ূন কবির(৩২) ও আব্দুস শহীদ (৫৫) কে আজ ৫ ই সেপ্টেম্বর রোজ রবিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।