• লিড

    ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর শিশু সুমনা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

      প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০১৯ , ১১:০৫:১৩ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।।ঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী শিশু সুমনা (৯) এর চাঞ্চল্যকর হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    ঠাকুরগাঁওয়ের সকল বিদ্যালয় ও শিক্ষার্থী এবং ছাত্র ফোরামের আয়োজনে অদ্য শনিবার সকাল ১১ টায় সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ছাত্র সমাবেশটি অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে তারা বিক্ষোভ মিছিল করে শহরের
    চৌরাস্তায় ঘন্টাব্যাপি অবস্থান নেয়।
    বিক্ষোভ সমাবেশে নিহত শিশু সুমনার মা ময়না বেগম হত্যাকারী কাননের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, আমার মেয়েটি অনেক মেধাবী ছাত্রী ছিলো। আমরা অনেক গরীব হওয়া স্বত্তেও সে লেখাপড়াটা ঠিক রেখেছিলো
    বড় হয়ে ভালো কিছু করার জন্য। হত্যাকারী আমার পরিবার আর আমার মেয়ের সপ্নটাকেও হত্যা করেছে। আমি এর সঠিক বিচার আশা করছি।
    সমাবেশে বক্তব্য রাখেন জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মনতোষ কুমার দে, শিক্ষক ফরহাদুল ইসলাম, অবিভাবক লাকী অক্তার, শিক্ষার্থী কামরুন নাহার কলি, ঐশী, আবির, সাব্বির হাসান প্রমুখ। এসময় জেলা প্রশাসক ড. কে এম
    কামরুজ্জামান সেলিম বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে একাত্ত¡তা ঘোষণা করেন ।
    উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কাননের বাবা ইয়াছিন হাবিব কনক পুলিশে খবর দিলে পুলিশ ওইদিন রাতেই কাননের বাসার নির্মানাধীন
    বাথরুমের মেঝেতে মাটি চাপা অবস্থা থেকে সুমনার লাশ উদ্ধার করে এবং হত্যাকারী কাননকে আটক করে। এর আগে গত ১৫ ডিসেম্বর বিকেল থেকে নিখোঁজ হয় সুমনা।

    আরও খবর

    Sponsered content