• করোনা ভাইরাস নিউজ

    নতুন আরোও ৮ জনসহ সিলেটে বিভাগে করোনায় মৃত্যু ১ হাজার ৯০

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২১ , ৮:২৯:২০ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুলঃ গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে সিলেটে। এ সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১১১ জন। নতুন ৮ জনসহ বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯০। আর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ২০৩ জন। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৯৭৩ টি নমুনা পরীক্ষায় ১১১ জনের শরীরে ধরা পড়েছে  করোনা  ভাইরাসের উপস্থিতি সিলেট বিভাগে । এই ১১১ জনের মধ্যে ৬০ জন সিলেটের বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১১ জন, হবিগঞ্জের ১৪ জন এবং ২৬ জন মৌলভীবাজারের। বিভাগে  করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ২০৩ জনের মধ্যে সিলেট ৩২ হাজার ৭৮৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১২৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ৪৯১ জন ও ৭ হাজার ৮০৩ জন রয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৮২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১১৮ জনই সিলেটের। সুনামগঞ্জের ২৩৪ জন, হবিগঞ্জের ২ জন ও ২৮ জন রয়েছেন মৌলভীবাজারের। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৮ জনের মধ্যে ৭ জন সিলেট ও একজন হবিগঞ্জের বাসিন্দা। এনিয়ে বিভাগে  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৯০ জন। এর মধ্যে সিলেট সর্বোচ্চ ৮৯৯ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং ৭২ জন মারা গেছেন মৌলভীবাজারে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা  আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। এ নিয়ে আজ বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৮ জন রোগী। এর মধ্যে সিলেটের বভিন্ন হাসপাতালে ১৯০ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২৬ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৪ জন ও ৮ জন।মৌলভীবাজারের হাসপাতালে।

    আরও খবর

    Sponsered content