প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২১ , ১০:১৬:২৩ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান এর রোগ মুক্তি কামনায় জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা আঞ্জুমানে আল-ইসলাহ এর আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব বরেণ্য আলেমেদ্বীন আরব আমিরাত এর সাবেক বিচারপতি ও ইছামতি কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান (৮৭) দীর্ঘ দিন যাবৎ বার্ধক্যজনিত রোগ-শোকে ভুগছেন। তাঁহার এই রোগ মুক্তি কামনায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র আয়োজনে ২ রা সেপ্টেম্বর দুপুর ১২ ঘটিকার সময় স্থানীয় ইকড়ছই মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাওঃ ছমির উদ্দিন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ, কেন্দ্রীয় সদস্য মাওলানা তাজুল ইসলাম আলফাজ, ইকড়ছই কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এহসানুল করিম, জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এর সাবেক সভাপতি মুফতি গিয়াস উদ্দিন, জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এর সভাপতি মাওঃ আজমল হোসাইন জামি, সাধারন সম্পাদক মাওলানা নূর আহমদ, সুনামগঞ্জ জেলা শাখা আল ইসলাহ এর তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজ সমছু মিয়া সুজল, বাংলাদেশ তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল গণি সোহাগ, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর পৌর শাখার সাধারন সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা বশির আহমদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা জমির আহমদ, মাওলানা অলিউডর রহমান শামীম, মাওলানা নুরুল ইসলাম তারেক, মাওলানা আবু আইয়ুব আনছারী, হাফিজ নুরুল হক, মাওলানা মহিউদ্দিন মিছবাহ, মাওলানা মফিজ উদ্দিন, মাওলানা জালাল উদ্দীন, হাফিজ ইয়াহিয়া, হাফিজ আব্দুল কাইয়ুম, হাফিজ তারিছ আলী, হাফিজ সাইদুল ইসলাম, ক্বারী ইউনুস আলী প্রমুখ। শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান সাহেব এর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এবং মরহুম মাওলানা ছালিক আহমদ মরহুম মাওলানা আব্দুল কাইয়ুম, মরহুম মাওলানা রইছ উদ্দিন হামজাপুরী , মরহুম ক্বারী গিয়াস উদ্দিন, সহ সুন্নিয়তের সকল মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আল্লামা ছমির উদ্দিন সাহেব।