প্রতিনিধি ৩১ আগস্ট ২০২১ , ৬:৫০:০৩ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি। ৩১ আগস্ট বিকাল ০৩.০০ ঘটিকার সময় জনাব মো সাইফুর রহমান বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালত সিলেট মহোদয়ের উপস্থিতিতে ০৫টি বিচারাধীন মামলার আলামতের নমুনা সংরক্ষন করে অবশিষ্ট ৬৭৭ লিটার চোলাই মদ এবং ৪৬০০০০টি শলাকা ভারতীয় পাতার বিড়ি ডিসি অফিস চত্বরে অবস্থিত পরিত্যাক্ত বিল্ডিং এর উত্তর পাশে ড্রেইনে ঢেলে এবং পুড়িয়ে ধ্বংস করা হয়।
পরবর্তীতে একই স্থানে অদ্য বিকাল ০৪ ঘটিকার সময় জনাব মো আব্দুল মোমেন,বিজ্ঞ আতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট,সিলেট এর উপস্থিতিতে ০২টি বিচারাধিন মামলার আলামতের নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট ১৬৮.৮৯ লিটার চোলাই মদ ড্রেইনে ঢেলে ধ্বংস করা হয়।