প্রতিনিধি ২৯ আগস্ট ২০২১ , ৭:০৮:৩৪ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের জারীখেল এলাকা থেকে শনিবার (২৮ আগস্ট) দিনগত রাতে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশ শনিবার দিনগত রাতে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের জারীখেল এলাকায় অভিযান চালানো হয়। এসময় গাঁজাসহ ফজল মিয়া ও শিবুল মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের জারীখেল এলাকা থেকে সাড়ে তিন কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তিনি জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়েছে।