প্রতিনিধি ২৯ আগস্ট ২০২১ , ১২:৫১:৪৯ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল,বিশেষ প্রতিনিধি।সিলেটে দৈনিক বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজের সিলেটের উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা আড়াইটায় নগরীর পায়রা এলাকার হলিল্যান্ড আবাসিক হোটেলস্থ সিলেটের ব্যুরো অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট
প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির। বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা এখন বড়ই চ্যালেঞ্জিং। প্রযুক্তির অপব্যবহার করে অসুস্থ সাংবাদিকতার জগতে নিয়ে যাচ্ছে বর্তমান মোবাইল সাংবাদিকরা। এ থেকে উত্তরণে এখনই মূলধারার সাংবাদিকরা এদেরকে রুখতে হবে। না হলে এরা অপসাংবাকিতার মধ্য দিয়ে মহান এ পেশাকে কলুষিত করে তুলবে।
তিনি আরও বলেন, সাংবাদিকতার কঠিন এ সময়ে মফস্বলের সাংবাদিকরাই জীবন বাজি রেখে সমাজ, দেশ ও দশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু তারাই সবচেয়ে বেশি অবহেলিত ও অবমূল্যায়নের শিকার হন।
সিলেটের সিনিয়র এ সাংবাদিক বলেন, সাংবাদিকতা পেশায় সততা ও নিষ্টার সাথে কাজ করলে অবশ্যই ভাল ফলাফল পাবেন। সৎ সাহস নিয়ে বস্তুুনিষ্ট সংবাদ পরিবেশন করবেন, দেখবেন প্রতিটি সেক্টরে আপনার অবস্থান সৃষ্টি হচ্ছে।
বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মুহাম্মদ আমজাদ হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হলিল্যান্ড নিউজ বিডি’র সম্পাদক আলহাজ্ব সালেহ আহমদ, পায়রা সমাজ কল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম, সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, পায়রার সহ-সাধারণ সম্পাদক মোসাদ্দিকুন নবী।
উপজেলা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ নিউজের গোয়াইনঘাট প্রতিনিধি আব্দুল মালিক, বাংলাদেশের খবরের দক্ষিণ সুরমা প্রতিনিধি গোলাম মর্তুজা বাচচু, বিশ্বনাথ প্রতিনিধি সোহেল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি শাহ মো. হেলাল, গোলাপগঞ্জ প্রতিনিধি আজিজ খান, কোম্পানীগঞ্জ প্রতিনিধি নুরুল মুত্তাকিন, সাংবাদিক আইয়ুব আলী ও কামিল আহমদ।
অনুষ্ঠান শেষে বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজের উপজেলার নতুন নিয়োগ প্রাপ্ত প্রতিনিধিদেরকে নিয়োগপত্র ও পরিচয়পত্র তুলে দেন অথিতিবৃন্দ।