প্রতিনিধি ২৮ আগস্ট ২০২১ , ৪:৪০:৪৯ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ গত ২৭ আগষ্ট দুপুর অনুমান ২.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোঃ মাইন উদ্দিন খান সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর দিক-নির্দেশনায় মোঃ মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর নেতৃত্বে এসআই মো: সফিকুল আলম খান, এসআই মো: রোকনুজ্জামান চৌধুরী, পিপিএম, টিএসআই আবুল কালাম আজাদ, এএসআই সঞ্জয়, নারী সুনারা বেগম সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় দক্ষিণ সুরমা থানাধীন কদমতলীস্থ তিতাস আবাসিক হোটেলের ২য় তলার ১১১ ও ১১২ নং রুমের ভিতরে অভিযান পরিচালনা করিয়া অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আসামী ১। সাচ্ছু মিয়া @ শান্ত (২৬), পিতা-মৃত ধনু মিয়া, মাতা-মৃত আছিয়া আক্তার, সাং-শাহাজাদপুর, উচাবাড়ী, থানা-সরাইল, জেলা-বি-বাড়ীয়া, বর্তমানে-তিতাস আবাসিক হোটেল, কদমতলী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। গিয়াস উদ্দিন (৪৪), পিতা-মৃত আব্দুল খালিক, মাতা-মৃত রাবিয়া বেগম, সাং-গুয়াইন পূর্বপাড়া, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, বর্তমানে-ম্যানেজার, তিতাস আবাসিক হোটেল, কদমতলী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৩। মো: বাবুল মিয়া (৪০), পিতা-মৃত জহুর মিয়া, মাতা-মোছা: আফিয়া খাতুন, সাং-শাহাজাদপুর (কোয়ালীপাড়া), থানা-সরাইল, জেলা-বি-বাড়ীয়া, বর্তমানে-তিতাস আবাসিক হোটেল, কদমতলী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৪। রানা মিয়া @ রানা খালাসী (২৭), পিতা-আকবর খালাসী, মাতা-মোছা: রোকেয়া বেগম, সাং-বালিগাঁও বিক্রমপুর, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমানে-ভার্থখলা, বাহার মিয়ার বাসার ২য় তলার ভাড়াটিয়া, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৫। মো: হেবজু মিয়া (২৯), পিতা-মৃত সাহেব আলী, মাতা-মৃত ফুলবানু, সাং-মীরপুর, হাজী আলা বকস এর বাড়ী সংলগ্ন, থানা-বিজয়নগর, জেলা-বি-বাড়ীয়া, ৬। বৃষ্টি (২৭), পিতা-আ: কাদির, মাতা-রেহেনা বেগম, সাং-বারিক টিল্লা, লাউরেরগড় বাজারের পার্শ্বে, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ, ৭। কনকা সরকার @ শিউলী দাস (৩০), পিতা- মৃত অরমন সরকার, স্বামী-সুমন, সাং-উত্তর সানগড়, ইকরাম, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, বর্তমানে-কদমতলী, হেলাল ফকিরের বাড়ীর ভাড়াটিয়া, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটদেরকে আটক করা হইয়াছে।
তখন উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে দেহ ব্যবসার কাজে ব্যবহ্নত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বক ২৭ আগষ্ট সময় ২.৫৫ ঘটিকায় জব্দ করা হয়। পরষ্পর যোগসাজসে পতিতাবৃত্তি ও দেহ ব্যবসা করার অপরাধে উপরোক্ত ধৃত আসামীরা সহ পলাতক আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২৫, ২৭ আগষ্ট, ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ (সংশো/১৩)এর ১১/১২/১৩ রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।