প্রতিনিধি ২৩ আগস্ট ২০২১ , ৭:২৭:২৬ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ প্রবীণ সাংবাদিক, দিরাই প্রেসক্লাবের সভাপতি, বাসস সুনামগঞ্জ প্রতিনিধি, দৈনিক সিলেটের ডাক ও ইত্তেফাকের দিরাই প্রতিনিধি,দিরাই উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার গতকাল রোববার রাত সাড়ে ১১ টার দিকে সিলেটের রাকিব রাবেয়া হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার সিলেটের প্রাচীনতম দৈনিক যুগ বেরী পত্রিকাতেও দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়াও তিনি দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন, পরবর্তীতে একাধিকবার দীর্ঘদিনের সভাপতি হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন।
জনাব হাবিব দিরাই পৌর সদরের রাধা নগর গ্রামে তিনি জন্ম গ্রহন করেন, তাহার পিতার নাম আব্দুল হাসিম তালুকদার।
তিনি স্ত্রী, ২ পুত্র, ভাইবোন সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
সাংবাদিক হাবিবুর রহমান তালুকদারের মৃত্যুতে আমরা ভাটি বাংলা মিডিয়া গ্রুপ গভীরভাবে শোকাহত।
আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমেবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন মরহুম হাবিবুর রহমান কে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন ।
এসএমডব্লিউ আই/২৩-২০২১