• সভা/সেমিনার

    জগন্নাথপুরে শিক্ষকদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

      প্রতিনিধি ২২ আগস্ট ২০২১ , ১:৩৪:৪১ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে মাধ্যমিক শিক্ষকদের গণিত ও বিজ্ঞান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা কমিটির উদ্যোগে ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে জগন্নাথপুর উপজেলার মাধ্যমিক শিক্ষকদের গণিত ও বিজ্ঞান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ ২২শে আগষ্ট রোজ রবিবার সকালে উপজেলা সদরস্থ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত অত্র অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার ও সিলেট টিচার ট্রেনিং কলেজ এর সহযোগী অধ্যাপক প্রশিক্ষক আবুল কালাম আজাদ প্রমূখ।
    উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন উপজেলা বিভিন্ন স্কুল ও মাদ্রাসার গণিত ও বিজ্ঞান বিষয়ক ৯০ জন শিক্ষক।

    আরও খবর

    Sponsered content