• সভা/সেমিনার

    দিরাই এ্যাডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট বার্মিংহাম ইউকের দোয়া মাহফিল সম্পন্ন

      প্রতিনিধি ১৭ আগস্ট ২০২১ , ৯:২২:২৫ অনলাইন সংস্করণ

    মোহাম্মদ হারুন মিয়া, লন্ডন থেকেঃ বৃটেনের দ্বিতীয় বৃহত্তম শহর বাঙ্গালী অধ্যুসিত বার্মিংহাম , আস্টন এর উইটন রোডের রাজ মহল রেষ্টুরেন্টে গত ১৬ই আগষ্ট রোজ সোমবার দুপুর ১২ ঘটিকার সময় সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ জেপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ কামালের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাফেজ ইমদাদুর রহমান ।

    সংগঠনের সভাপতি আব্দুল লতিফ জেপির শুভেচ্ছা বক্তব্যের পর দোয়া মাহফিলে যুক্তরাজ্যে বসবাসরত দিরাইয়ের মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন ।

    চলমান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি যারা মৃত্যুবরণ করেছেন ও যারা এখনও অসুস্হ তাদের সহ মুসলিম উম্মাহর জন্যে দোয়া করা হয় ।

    দোয়া মাহফিলে অনেক দূর দুরান্ত থেকে আগতদের মধ্যে মাহমুদ মিয়া ( চন্ডিপুর ) , মুজিবুর রহমান ( চন্ডিপুর ) , রোমান মিয়া , মোহাম্মদ সালেহিন আহমেদ ( কদমতলী), রোমেল মিয়া (বাসুরী ), সহ আরো উপস্হিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য ছাদিকুর রহমান, এনামূল হক নানু মিয়া, সদস্য সচিব মুজিবুর রহমান বাবুল, হাজী মোহাম্মদ হারুন মিয়া, মোহাম্মদ জয়নাল মিয়া, মোহাম্মদ আব্দুল খালিক , ট্রেজারার আক্তার হুসাইন , সাংগঠনিক সম্পাদক মনিরুল হক , শিক্ষা সম্পাদক মোফাজ্জল হোসেন , সাংস্কৃতিক সম্পাদক আবু বকর , যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দীন তাজ উদ্দীন , সহ-সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন প্রমূখ ।

    আরও খবর

    Sponsered content