• অপমৃত্যু

    রাজাপুরে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

      প্রতিনিধি ১৪ আগস্ট ২০২১ , ১:৩৩:৪৬ অনলাইন সংস্করণ

    ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে মো. রাকিবুল ইসলাম নামে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়ি ব্রাক অফিসের সামনে একটি ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

    মারা যাওয়া রাকিবুল উপজেলার পুটিয়াখালি এলাকার মাওলানা আব্দুল হকের ছোট ছেলে। সে ওলামাগঞ্জ আধাখোলা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্র ছিল।

    রাকিবুলের বোন হাবিবা আক্তার জানান, শুক্রবার রাতে তার ছোট ভাই রাকিবুলকে রুমে একা রেখে তিনি তার শিশু সন্তানকে নিয়ে ওই ভবনের উপরের তলায় বাড়িয়ালার বাসায় যান। রাত ১০টার দিকে সেখান থেকে ফিরে এসে নিজ ঘরের দরজা ভিতর থেকে লক করা দেখে হাবিবা ডাকাডাকি শুরু করেন। পরে তার চিৎকার শুনে বাড়িয়ালা মোস্তফা কামাল খানসহ স্থানীয়রা ছুটে এসে জানালার ফাঁক দিয়ে রাকিবুলকে ঝুলতে দেখেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় রাকিবুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

    রাজাপুর থানা ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সকালে ময়না তদন্তের জন্য মারদেহ ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content